Wednesday, May 22, 2013

যখন এই পৃথিবীর মানুষ গুলো

যখন এই পৃথিবীর মানুষ গুলো,

সম্পদ আহরণে প্রতিযোগী।

যুগের সমতার ঘূণী'রবাতে ,

লুন্ঠনের চেহারাতে মহাযোগী।

যখন আকাশে বাতাশে মজলুমের মহাধ্বনী,

যালিমের যুলুম গুলো প্রশংসাই করতালি।

রক্ত লালে রাজপথ হুলি খেলাই বাস্ত,

বোমা বাজের বোমা,গুলি,যেন মহাবাস্ত।

আইনের ফাঁক গুলো বড় বেশী ফাঁক ফাঁক,

কে ভাঙ্গীবে বিষদাঁত ওরা যে মহালাট।

অন্যাই, যুলুম,সন্ত্র্রাস, করে যারা তৈরী,

সমাজের বিধাতা ওরাসাজে মহা-উপকারী।

সুন্দর পোষাকের পিছে ওরা যেন হায়না,

লোভি মনে রক্ত, খেয়ে পেট ভরে না।

জনজাল জনজাল চারিদিকে জনজাল,

হরতাল ব্যতিরেকে যাবে কি কোনকাল?

সূয' কি কখনো উঠিবে ঐ সূভতে,

একাকার জাতিতে উন্নতির শপতে।

যদি হও একাকার রেখে সব বাহানা,

উচুশীর উন্নতি রোধ করা যাবে না।

ক্ষমতা যে নয় স্থায়ী না ছিল তা কোন কাল,

ভাল যদি বাস তুমি রবে তা চিরকাল।

ডাঃ আসলাম ২৫/০৮/২০০৫